—মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী সভাপতি ,জমিয়তে উলামায়ে হিন্দ।
জমিয়তে উলামা উত্তর প্রদেশ এর উদ্যোগে আজ ১৩ই নভেম্বর (সোমবার) মাদানী মেমোরিয়াল পাবলিক স্কুল, দেওবন্দে মাওলানা সাইয়েদ আশহাদ রাশেদী সাহেবের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী দা.বা. সভাপতি জমিয়তের উলামায়ে হিন্দ।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে ফিলিস্তিনের মানুষের সম্পর্কে বলেন যদি ফিলিস্তিনের পক্ষে ইউরোপ বা আমেরিকার কোনো শহরে বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল বের হয়, তাহলে তথাকথিত মানবতার ধ্বজাধারী সাম্প্রদায়িক শক্তিগুলো টিয়ারশেল, গ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। নির্দিষ্ট কোনো রাষ্ট্র নয়, বরং পুরো বিশ্ব বর্তমানে সাম্প্রদায়িকতার শিকার।
আপনারা দেখেছেন, ইসরায়েল গাজায় অনবরত বোম্বিং করে হাজার হাজার শিশু ও নারীকে নৃশংসভাবে হত্যা করেছে, আর আমেরিকার প্রেসিডেন্ট এসে হাজার হাজার মানুষের খুনী এই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে; জায়নবাদীদের সাথে হাত মিলিয়েছে। এই হলো বর্তমান দুনিয়ার দুঃখজনক অবস্থা।