ঈদের আগে মামুনুল হক সহ আলেমদের মুক্তি না দিলে ঈদের পর কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো

আল্লামা ইসমাঈল নূরপুরী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী বলেছেন, মাওলানা মামুনুল হক সহ শীর্ষ কয়েকজন আলেম দ্বীর্ঘ ২ বছর যাবত কারাগারে বন্দী জীবন যাপন করছে। আলেমদের এভাবে জেলে বন্দী রাখা দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। দেশের মানুষ আলেম উলামাদের মুক্ত দেখতে চায়। সুতরাং মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের ঈদের আগে মুক্তি দিতে হবে। অন্যথায় ঈদের পর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

তিনি আরও বলেন, রমজান মাস তাকওয়ার মাস। আমাদের তাকওয়ার বলে বলিয়ান হতে হবে। মানুষ যদি তাকওয়া অর্জন করতে পারে তাহলে সমাজ রাষ্ট্রে সন্ত্রাস দুর্নীতি ও খুন খারাবি কিছুই থাকবে না। প্রতিষ্ঠিত হবে শান্তির সমাজ। সুতরাং রমজানের শিক্ষা হলো আল্লাহর জমিনে তার বিধান প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

তিনি আরও বলেন, সরকার সাধারণ মানুষের দিকে কোনো দৃষ্টিপাত করছে না। মানুষ জীবন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। চাল, ডাল, তেলসহ সকল পণ্যের দাম আকাশচুম্বী যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। সামনে পবিত্র রমজান মাস। ব্যবসায়ীদের একটি গোষ্ঠী সিন্ডিকেটের মাধ্যমে জিনিস পত্রের দাম বাড়িয়ে যাচ্ছে। সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত তাদের সনাক্ত করে কঠোর প্রদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 

তিনি বাংলাদেশ খেলাফত মজলিস উদ্যোগে আয়েজিত ইফতার মহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

৮ এপ্রিল’২৩ ঢাকার পুস্পদাম রেষ্টুরেন্ট কনভেশন হলে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন  সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ,  ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট আবুল খায়ের, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মোস্তফা তারেকুল হাসান, হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আব্দুন কাইয়ুম সোবহানী, নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবু তাহের খান। উপস্থিত ছিলেন  বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, নির্বাহী সদস্য মাওলানা সাব্বির আহমদ উসমানী, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা আবু সাঈদ নোমান,মাওলানা মুহসিন উদ্দীন বেলালী,  ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মুফতি নূর মোহাম্মদ আজিজী, সাধারণ সম্পাদক মাওলানা ছানাইল্লাহ আমিনী, উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন রাজী  প্রমুখ।