নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নিজে কিছু কাজ করতেন এবং সাহাবিদের করতে বলতেন। এগুলো ঈদের দিনের সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈদের রাতে জাগ্রত থেকে ইবাদতে মশগুল থাকবে, তার অন্তর সেই দিনও মৃত্যুবরণ করবে না- যে দিন সকলের অন্তর মৃতপ্রায় হয়ে যাবে। (সুনানে ইবনে মাজাহ: ১৭৮২)
ঈদের সুন্নতসমূহ
১. অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে উঠা।-তাহতাবি আলা মারাকিল ফালাহ: ২৮৫৯
২. মিসওয়াক করা। -তাহতাবি আলা মারাকিল ফালাহ: ২৮৯
৩. গোসল করা। -সুনানে ইবনে মাজাহ: ১৩১৫
৪. শরিয়তসম্মত সাজ-সজ্জা করা। -সহিহ বোখারি: ৯৪৮
৫. সামর্থ্য অনুযায়ী উত্তম পোষাক পরিধান করা। উল্লেখ্য, সুন্নত আদায়ের জন্য নতুন পোষাক জরুরি নয়। তাহতাবি আলা মারাকিল ফালাহ: ২৮৯
৬. সুগন্ধি ব্যবহার করা। -আদ্দুররুল মুখতার: -২/১৬৮
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় জিনিস, যেমন- খেজুর ইত্যাদি খাওয়। তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া এবং ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত দ্বারা আহার করা উত্তম। -সহিহ বোখারি: ৯৫৩
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়। -সুনানে আবু দাউদ: ১১৫৭
৯. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। -আদ্দুররুল মুখতার: ২/১৬৮
১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা সুন্নত। বিনা উজরে মসজিদে আদায় করা উচিত নয়। -সহিহ বোখারি: ৯৫৬
১১. যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। -সহিহ বোখারি: ৯৮৬
১২. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। -তাহতাবি আলা মারাকিল ফালাহ: ২৯০
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবির বলতে থাকা-
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إلَهَ إلَّا اللَّهُ وَاَللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
তবে ঈদুল আজহাতে যাওয়ার সময় এই তাকবির উচ্চস্বরে পড়তে থাকবে। -বায়হাকি: ৬১৩০