উৎসবমুখর পরিবেশে জামিয়া আরজাবাদ -এর তিনদিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ -এর ছাত্র সংগঠন জমিয়তে তালাবায়ে কওমিয়া [ছাত্র সংসদ]-এর উদ্যোগে আয়োজিত ১৪৪৫ হিজরী শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

তিনদিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতায় ১৪টি বিষয়ে ৪২ গ্রুপে ভাগ হয়ে ৬৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে।তাদের মধ্য হতে সৌভাগ্যবান ১৩০জন প্রতিযোগী পুরস্কার লাভে ধন্য হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

সভাপতিত্ব করেন ছাত্র সংসদ সভাপতি মাওলানা আনোয়ার জামশেদ দা.বা. সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাইফুদ্দীন ইউসুফ ফাহিম দা.বা.

গতকাল বাদ মাগরিব জামিয়ার নির্মাণাধীন ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়ার মুহতামিম, প্রতিযোগিতার সার্বিক দিক নির্দেশক, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া দা.বা. নাজেমে তা’লীমাত মাওলানা আব্দুল কুদ্দুস দা.বা. মাওলানা বশির আহমদ  দা.বা. প্রমুখ ব্যক্তিবর্গ। 

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা নজরুল ইসলাম দা.বা. মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ,ঢাকা বিশিষ্ট লেখক,গবেষক মাওলানা যাইনুল আবিদীন হাফি. মুহাদ্দিস,দারুল উলুম রামপুরা।বিশিষ্ট লেখক,গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ দা.বা.লেখক,গবেষক মাওলানা মুসা আল হাফিজ দা.বা. 

সার্বিক সহযোগিতায়: ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ আল গাজী,মুহাম্মদ বিন তৈয়্যিব,রাকিবুল ইসলাম রইস ,ইমরান হুসাইন, মাহমুদুল হাসান, জোবায়ের আহমদ,আরিফ বিল্লাহ, ওমর ফারুক, আনিছুর রহমান প্রমূখ।