জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, রাজনৈতিক অচলাবস্থা জিয়েই রেখে তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা দেশের মানুষকে আরো ক্ষুব্ধ করেছে। সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। এই অপরিহার্য শর্ত পুরণ না করে নির্বাচনের এমন তফসিল দেশবাসীর কাছে মোটেই গ্রহণযোগ্য নয়, তাই আমরা একতরফা এই তফসিল বাতিলপূর্বক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করে পুনরায় তফসিল ঘোষণার জোর দাবী জানাচ্ছি।
আজ ১৫ নভেম্বর বুধবার গণমাধ্যমে প্রেরীত এক যৌথ বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন, সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জুনায়েদ আল-হাবীব, এ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী এসব কথা বলেছেন।