
পয়গাম ডেস্ক :
আগামী ১২ জানুয়ারি রাত ৮ টায় দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হবে। নিশ্চয়ন চলবে ১৩ থেকে ১৪ জানুয়ারি।
দ্বিতীয় ধাপের ভর্তির আবেদন আজ সোমবার সকাল থেকে শুরু হয়।
চলবে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, ফল প্রকাশের পর নিশ্চয়ন চলবে ১৩ থেকে ১৪ জানুয়ারি। প্রথম ধাপে ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। এতে মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন শিক্ষার্থী।
তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফলাফল প্রকাশ ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এবং এ ধাপের নিশ্চয়ন চলবে ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত।