এক ইঞ্চি মাটিও  ছেড়ে দেওয়া হবে না : হামাস

আজ ফিলিস্তিন ভূমি দিবস। প্রতিবছরের ৩০ মার্চ এ দিবসটি পালন করে আসছে ফিলিস্তিনিরা। দিবসটি উপলক্ষে ফিলিস্তিনের এক ইঞ্চি মাটি ও ইসরাইলের কাছে ছেড়ে না দেওয়ার অঙ্গীকার করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বুধবার (২৯ মার্চ) হামাসের মুখপাত্র আব্দুল লতিফ এক বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, “ফিলিস্তিনি ভূমির মানচিত্র পরিবর্তন ও এটিকে ইহুদীকরণ করার সমস্ত ইসরাইলি প্রচেষ্টা ব্যর্থ হবে।”

তিনি আরো বলেন, দখলদার ইসরাইলকে ফিলিস্তিনের সমগ্র ভূমি থেকে উচ্ছেদ না করা পর্যন্ত ফিলিস্তিনিরা সংগ্রাম চালিয়ে যাবে।

আব্দুল লতিফ বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ, ভূমি দখল ও বসতি সম্প্রসারণের যে পরিকল্পনা ইসরাইল গ্রহণ করেছে তার মাধ্যমে ফিলিস্তিনি ভূমির পরিচয় ও ঐতিহাসিক তথ্য পরিবর্তন করা সম্ভব নয়।

তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি ভূমি রক্ষার জন্য ব্যাপক প্রতিরোধের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ৩০ মার্চ ফিলিস্তিনিদের জমি দখল করার ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে গ্যালিলে বিক্ষোভ সংঘটিত হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে ইসরাইলি পুলিশ ও সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায়। যার ফলে ৬ জন ফিলিস্তিনি শহীদ হয়। এরপর থেকে নিহত ব্যক্তিদের স্মরণে ফিলিস্তিন ‘ভূমি দিবস’ পালন করা হয়।