
গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৩০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ঘরবাড়ি ও হাসপাতাল ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তীব্র হামলার মুখেও হামাসের যোদ্ধারা কঠিন প্রতিরোধ দেখিয়ে যাচ্ছে।
এক টেলিফোন সাক্ষাৎকারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, গাজায় গত ২৪ ঘন্টায় ২৯৭ জন নিহত এবং ৫৫০ জন আহত হয়েছেন।এর মধ্য দিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ১৮,০০০ ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে, নিজেদের দাবী আদায়ের আগ পর্যন্ত কোনো বন্দীকে মুক্তি দেবে না বলে হুশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র আবু ওবায়দা টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, ফ্যাসিস্ট ইসরায়েলি বাহিনী কিংবা তাদের সমর্থকগোষ্ঠী- কেউই সমঝোতা ছাড়া ইসরায়েলি বন্দীদের জীবিত ফিরিয়ে নিয়ে যেতে পারবে না।
অপরদিকে, হামাসকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে উদ্দেশ্য করে তিনি বলেন, হামাসের শেষের শুরু হয়ে গিয়েছে। হামাসের সন্ত্রাসীদের আমি বলতে চাই- সময় থাকতে আত্মসমর্পণ করুন।