এবার ফিলিপাইন কাঁপলো ৬.১ মাত্রার ভূমিকম্পে

এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো ফিলিপাইনে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। খবর এএফপির।

বুধবার দিবাগত রাত দুইটার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

অগভীর ভূমিকম্পগুলো গভীর ভূমিকম্পের চেয়ে বেশি ক্ষয়ক্ষতি ঘটায়। তবে এজন্য কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মাসবেতের পুলিশ প্রধান রলি আলবানা জানান, ভূমিকম্পের সময় মানুষ ঘুমাচ্ছিল। এটি অনেকটাই শক্তিশালী ছিল।

ভূমিকম্পে হতাহতের কোনও খবর পায়নি বলেও জানান আলবানা। তবে ইউসন পুলিশ প্রধান ক্যাপ্টেন রেডেন টলেডো জানিয়েছেন, ভূমিকম্পের সময় কিছু বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে বের হয়ে গেছে।

ভূমিকম্পে এলাকার ভবন ও অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, জানান ডিমাসালাং পৌরসভার দুর্যোগ কর্মকর্তা গ্রেগোরিও আডিগু।

একটানা আফটারশক অনুভূত হওয়ায় বৃহস্পতিবার ক্লাস স্থগিত করেছে মাসবেত শিক্ষা বিভাগ।

ফিলিপাইনে ভূকম্পন প্রায়ই ঘটে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ এ অবস্থান দেশটির। আগ্নেয়গিরি সক্রিয় এখানে।

এই অঞ্চল জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে রয়েছে।