এবার ভূমিকম্পে কাঁপলো রোমানিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

২৪ ঘণ্টার মধ্যে পর পর দুইবার ভূমিকম্পে কেঁপে ওঠলো রোমানিয়া। ১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।    খবর রয়টার্স।

ন্যাশনাল ইনস্টিটিউট ফর আর্থ ফিজিক্স (আইএনএফপি) জানিয়েছে, রোমানিয়ার সময় মঙ্গলবার বিকাল ৩টা ১৬ মিনিটে কম্পনটি ভূপৃষ্টের ৬ দশমিক ২ কিলোমিটার গভীরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওল্টেনিয়ার গর্জ কাউন্টিতে আঘাত হানে। এর আগের দিনও দেশটির একই এলাকা ভূমিকম্প আঘাত হেনেছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, গেল সপ্তাহে তুরস্ক এবং সিরিয়া সীমান্তে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে এ কম্পনের কোনো সম্পর্ক নেই। তবে একই সপ্তাহে দ্বিতীয়বার কম্পন হওয়ায় দেশটির বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

বিজিদ অ্যাপ্লিকেশন এর মতে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলী আরাদ, টিমিসোরা, আলবা ইউলিয়া, সিবিউ, রামনিকু ভালসিয়া, টারগু জিউ, ক্রাইওভা এবং বুখারেস্টে কম্পন অনুভূত হয়েছে।

এরআগে গেল ১৩ ফেব্রুয়ারি, সোমবার একই অঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিলো। এরপর এই সপ্তাহে রোমানিয়ায় দ্বিতীয় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হলো।

এদিকে মঙ্গলবার রোমানিয়ার ভূমিকম্পের সময় রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৫.৮ ও নিউজিল্যান্ডে ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজকে তুরস্কের কেহরামানমারাসে ৪.৬ মাত্রার কম্পন হয়েছে।