এবার যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হলো টিকটক

এবার যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যও জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে। সাইবার নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখিয়ে এ অ্যাপটি নিষিদ্ধ করা হয়। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সরকারি কাজে ব্যবহৃত ফোন-ট্যাবের মতো ডিভাইসগুলোতে টিকটক নিষিদ্ধ করা হলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে—কেন্টাকি প্রশাসন জানিয়েছে, সরকার-পরিচালিত ডিভাইসগুলোতে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক ব্যবহার বন্ধ করার বিষয়ে কর্মচারী নির্দেশিকা হালনাগাদ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) উইসকনসিন এবং উত্তর ক্যারোলিনার গভর্নররা সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করার আদেশে সই করেন। গত সপ্তাহের শুরুতে ওহাইও, নিউ জার্সি, আরকানসাসও একই পদক্ষেপ নিয়েছে।

এর আগে, ২৭ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে চীনের ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়।