এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

সোমবার বেলা ১২টায় গণভবনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। এরপর ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করেন সরকারপ্রধান।

দুপুর দেড়টায় রাজধানীর সেগুনবাগিচায় ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এবছর ১০টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী। সারা দেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় প্রায় ১৬ লাখ শিক্ষার্থী।