কাদিয়ানিদের সালানা জলসা বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

কাদিয়ানি সম্প্রদায় খ্যাত আহমদিয়া মুসলিম জামাতকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং পঞ্চগড়ে তাদের সালানা জলসা বন্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের আহ্বায়ক আল্লামা আব্দুল হামীদ (মধুপুরের পীর) বলেন, ‘পঞ্চগড়ে ‘তথাকথিত আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি সম্প্রদায় কর্তৃক আগামী ২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সালানা জলসার নামে ইসলাম ধর্মের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মঞ্চ করার ঘোষণা দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাদের অবৈধ সালানা জলসা বন্ধ করে তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সরকার তাদের জলসা বন্ধ করতে ব্যর্থ হলে দেশের শীর্ষ মুরব্বি আলেম-উলামা ও ইসলামপ্রিয় তৌহিদি জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশে বক্তারা আরো বলেন, ‘দেশের সাধারণ মানুষের দাবি হলো পঞ্চগড়ে কাদিয়ানিদের সালানা জলসা বন্ধ করতে হবে। কোরআন ও হাদিসের আলোকে বিশ্বের সব মুসলিমের ঐক্যমতের ভিত্তিতে কাদিয়ানিরা অমুসলিম। ৯০ ভাগ মুসলমানের দেশে মুসলিম পরিচয়ে এবং মুসলমানদের পরিভাষা ব্যবহার করে কোনো জলসা করার অধিকার কাদিয়ানিরা রাখে না।’

সংগঠনের সদস্য সচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী ‘জাতীয় সংসদে নবগঠিত সরকারের চলতি অধিবেশনে অন্যান্য মুসলিম দেশের মতো এদেশেও কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবী জানান।

সমাবেশে মাওলানা এনামুল হক মুসার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা নাজমুল হক, মুফতি নূর হোসেন নূরানী, মুফতি শুয়াইব ইবরাহীম, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা সফিক সাদী, মাওলানা বেলায়েত হোসেন ফিরোজী, মুফতী আলী আকরাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে পল্টন মোড় ঘুরে, নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয়নগর মোড়ে এসে শেষ হয়।