কাদিয়ানী উপসনালয় বন্ধ ও সাইনবোর্ড নামানোর দাবিতে জেলা প্রশাসকের নিকট প্রতিনিধিদল

কুমিল্লা কোটবাড়ী রোড নন্দনপুরে কাদিয়ানীদের উপসনালয়ে মাস খানেক আগে ” বাইতুস সালাম জামে মসজিদ ” নামে সাইনবোর্ড লাগানোর ধৃষ্টতা দেখায়। এ বিষয় নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক মহোদয়ের নিকট
মাওলানা শামছুল ইসলাম জিলানী সাহেবের নেতৃত্বে আজ উলামায়ে কেরামের প্রতিনিধি দল যান এবং বিষয়টি অবগত করবে।

এমসয় তারা কাদিয়ানী উপসনালয়ে মসজিদের নামে সাইনবোর্ড দ্রুত নামিয়ে ফেলা ও তাদের সকল কার্যক্রম বন্ধর জোড়ালো দাবী জানান এবং বলেন এলকাসহ পুরো কুমিল্লা এবং স্যোসাল মিডিয়ায় এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । উলামায়ে কেরাম ও সাধারন মুসলমান ক্ষোভে ফুঁসে উঠেছ । বর্তমানে উলামায়ে কেরাম পরিস্হিতি নিয়ন্ত্রনে এনেছে কিন্তু অতিসত্বর এই সাইনবোর্ড নামানোর জোর দাবী জানান তারা ।

মাননীয় ডি সি সকলের বক্তব্য শুনে আশ্বস্ত করেন যে, দ্রুত বিষয়টির নিস্পত্তি করা হবে। স্মারক লিপি বা মাঠ পর্যায়ে কোন কর্মসূচীর প্রয়োজন হবেনা। তিনি সদর দক্ষিন ইউনোকে আজকের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য আদেশ দেন।

এ বিষয়ে এডিসি জেনারেলের সাথেও দীর্ঘ বৈঠক হয়। তিনিও অত্যন্ত আন্তরিকতার সাথে বিষয়টি নিস্পত্তির আশ্বাষ দেন।