
কাপাসিয়ার একটি গ্রামে ফজরের নামাজে সেজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু ঘটেছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে মৃতের পরিবারের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে।
কাপাসিয়ার চর সনমানিয়া গ্রামের আব্দুল বাতেন (৭০) স্ত্রী মারা যাওয়ার পর থেকে নিজ গৃহে একা বসবাস করতেন। অন্যান্য দিনের মতো গতকাল রাতে নামাজ আদায়ের পর তিনি খাওয়া-দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে বেলা হওয়ার পরও ঘুম থেকে তাকে উঠতে না দেখে প্রথমে ছেলে সবুজের স্ত্রী তার খোঁজে ঘরে যান। সেখানে তাকে ঘরের বিছানায় জায়নামাজে সেজদারতভাবে নিথর অবস্থায় দেখতে পান। মৃত আব্দুল বাতেনের ছেলে কাউসার ও রাজীবের কাছ থেকেও একই কথা জানান।
কাউসার ও রাজীব জানান,তারাও ঘরে গিয়ে তার বাবাকে জায়নামাজে সেজদারত অবস্থায় মৃত দেখতে পান। আজ বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত আব্দুল বাতেন মনোহরদীর হাতিরদীয়া বাজারে দর্জির কাজ করতেন।