
মুষলধারে বৃষ্টি হয়েছে কাবা শরীফ প্রাঙ্গণে। বৃষ্টির মধ্যেই তাওয়াফ করছেন হাজার হাজার মুসল্লি। ১০ এপ্রিল, সোমবার ভোরে ফজর নামাজের আগ মুহূর্তে পবিত্র মসজিদুল হারামে বৃষ্টি শুরু হয়। খবর আল-অ্যারাবিয়া।
রহমতের বৃষ্টির মধ্যে মসল্লিদের সেই তাওয়াফের দৃশ্যের ভিডিও করে মক্কা অঞ্চলের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা গেছে, কাবা ঘর প্রাঙ্গণে তাওয়াফ করছিলেন মুসল্লি ও ওমরাহপালনকারীরা। এমন সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে পুরোপুরি ভিজে যান মুসল্লি ও ওমরাহপালনকারীরা। এ অবস্থায় তারা তাওয়াফ করতে থাকেন। এ সময় অনেককে সিজদাহ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। অনেকে হাত তুলে দোয়া ও প্রার্থনা করেন।
বৃষ্টির পরপরই পরিকল্পনা অনুযায়ী পবিত্র মসজিদুল হারাম পরিষ্কার অভিযান শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা