কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি

মুষলধারে বৃষ্টি হয়েছে কাবা শরীফ প্রাঙ্গণে। বৃষ্টির মধ্যেই তাওয়াফ করছেন হাজার হাজার মুসল্লি। ১০ এপ্রিল, সোমবার ভোরে ফজর নামাজের আগ মুহূর্তে পবিত্র মসজিদুল হারামে বৃষ্টি শুরু হয়। খবর আল-অ্যারাবিয়া।

রহমতের বৃষ্টির মধ্যে মসল্লিদের সেই তাওয়াফের দৃশ্যের ভিডিও করে মক্কা অঞ্চলের অফিসিয়াল টুইটারে প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা গেছে, কাবা ঘর প্রাঙ্গণে তাওয়াফ করছিলেন মুসল্লি ও ওমরাহপালনকারীরা। এমন সময় শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে পুরোপুরি ভিজে যান মুসল্লি ও ওমরাহপালনকারীরা। এ অবস্থায় তারা তাওয়াফ করতে থাকেন। এ সময় অনেককে সিজদাহ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। অনেকে হাত তুলে দোয়া ও প্রার্থনা করেন।

বৃষ্টির পরপরই পরিকল্পনা অনুযায়ী পবিত্র মসজিদুল হারাম পরিষ্কার অভিযান শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা