কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের

গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। শনিবার (১৬ ডিসেম্বর) রাতভর কামাল আদওয়ান হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসা কেন্দ্রটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এমন দাবিতে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। আশ্রিত বেসামরিকদের তাবুর ওপর দিয়ে বুলডোজার চালানোর মতো নৃশংসতাও ঘটে। এ হামলায় হতাহত হন অনেকে। আটক করা হয় প্রায় ১০০ জনকে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামাসের সদস্য বা গোষ্ঠীটির সাথে সম্পৃক্ত তারা। বিপুল অস্ত্র পাওয়ার কথাও জানায় তেল আবিব। উত্তর গাজার অন্যান্য অঞ্চলেও চলছে নির্বিচার গোলাবর্ষণ।এদিকে দক্ষিণে খান ইউনিস ও রাফাহতে চালানো হয় বড় হামলা। রাফাহ এলাকায় মৃত্যু হয় এক ফরাসি কর্মকর্তার। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে প্যারিস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, গাজায় এখনও নিখোঁজ প্রায় ৮ হাজার মানুষ।