টাঙ্গাইলের কালিহাতীতে পৌলী নদীতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কালিহাতী উপজেলার পৌলী নদীর আকুয়া অংশে এ ঘটনা ঘটে। নিহত নিরব হোসেন (১৯) সদর উপজেলার সুরুজ এলাকার আলমগীর হোসেনের ছেলে। তিনি ছাতীহাটি সাহেদ হাজারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কলেজ ছাত্র তার মামার বাড়ি কালিহাতী উপজেলার খল্লদ বাড়ী এলাকায় বেড়াতে যান। এক পর্যায়ে বন্ধুদের সাথে পৌলী নদীর আকুয়া অংশে গোসল করতে যান। গোসেলের এক পর্যায়ে ওই যুবকসহ কয়েকজন সাঁতার কাটছিলেন। এক পর্যায়ে ওই কলেজ ছাত্র পানিতে ডুবে যায়। এ সময় নদীর আশে পাশে থাকা স্থানীয়রা তাকে উদ্ধার করে। উপরে তুলে আনার পর স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে কালিহাতী উপজেলার সহদেবপুর ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য মো. শহিদুল ইসলাম ও সদর উপজেলার ঘারিন্দা ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম (রতন) বলেন, মরদেহটি উদ্ধার করে স্বজনরা বাড়ি নিয়ে গেছে। ঈদ পরবর্তী সময়ে এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।