কালো কাপড়ে বিরোধীদের প্রতিবাদ , যোগ দিল তৃণমূল

ভারতে গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিরোধী ঐক্য স্থাপনে কংগ্রেস সভাপতির ডাকা বৈঠকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্য।

আজ সোমবার সকালে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগড়ের ডাকা এই বৈঠকে যোগ দেন তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার। খাগড়ের ডাকা বৈঠকে এই দুজনের উপস্থিতি বিরোধী ঐক্যের সম্ভাবনাকে কিছুটা জোরালো করে তুলেছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ খারিজের প্রতিবাদে তাঁর দলসহ অনেক বিরোধী নেতা আজ কালো পোশাক পরে সংসদ ভবনে আসেন। সংসদের দুই কক্ষের অধিবেশন সকালেই মুলতবি হয়ে যায়। লোকসভা বিকেল চারটা পর্যন্ত, রাজ্যসভা বেলা দুইটা পর্যন্ত স্থগিত রাখা হয়।