কূটনীতিকদের জন্য সৌদি আরবে খুলছে মদের দোকান

কূটনীতিকদের পরিবেশনের জন্য প্রথমবারের মতো অ্যালকোহলের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদে অ্যালকোহলের দোকানটি স্থাপন করা হবে।

বুধবার (২৪ জানুয়ারি) এক অফিশিয়াল নথিতে এমন তথ্য পাওয়া গেছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

নথিতে দেখা গেছে, এই অ্যালকোহল শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের মাঝে পরিবেশন করা হবে।

নথিতে বলা হয়েছে, কূটনৈতিকদের অ্যালকোহল পেতে হলে প্রথমে মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে ক্লিয়ারেন্স কোড দেওয়া হবে।