কেউ নির্বাচন বিরোধী কাজ করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, কেউ যদি নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে আইন লঙ্ঘন করে, সহিংসতা করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশকে উপহার দিতে চায় নির্বাচন কমিশন।কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী কেউ  নির্বাচন বিরোধী কাজ করলেই ব্যবস্থা নেওয়া হবে।

এসময় মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ বিজয় মিছিলে বাধা নেই, তবে নির্বাচন বিরোধী বক্তব্য দেওয়া যাবে না বলেও জানান তিনি।