কেউ যেন ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে: প্রধানমন্ত্রী

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। ধর্মকে ব্যবহার করে মানুষের উপর যেন নির্যাতন নিপিড়ন যেন না হয় সেদিকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ সব সময় ইসলামের খেদমত করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে কেউ যেন কোনোরকম বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক, নারী নির্যাতনসহ সমাজের অসঙ্গতি নিয়ে ইমামরা যেন মানুষকে সচেতন করে।মানুষ আলেমদের প্রতি সহনশীল। অন্ধকার, অশিক্ষা, হানাহানি দূর করে যেন আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, সেদিকে খেয়াল রাখতে হবে। সবাই যেন নিজ নিজ ধর্ম পালন করতে পারে- সেটাই আমাদের শিক্ষা। ’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘ইসলাম সবসময় নারীদের স্থান দিয়েছে, সম্মান দিয়েছে। কাজেই জাতীর পিতা ন্যায্য কথা বলেছেন ১৯৭২ সালের ৪ নভেম্বর। তিনি বলেছিলেন, ২৫ বছর আমরা দেখেছি ধর্মের নামে যুদ্ধ, ধর্মের নামে শোষণ, ধর্মের নামে অত্যাচার, ধর্মের নামে খুন, ধর্মের নামে ব্যভিচার এ বাংলার মাটিতে চলছে। এসব না চলার জন্য তিনি নির্দেশনাও দিয়েছিলেন।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে গড়ার কাজ শুরু করেছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাত্র সাড়ে ৩ বছরের মধ্যে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। তার সময়েই ওআইসিভুক্ত হয় দেশ। বঙ্গবন্ধুই ইসলামিক ফাউন্ডেশেন ও ইসলামিক বোর্ড গঠন করেন।’