—মাওলানা মুজিবুর রহমান হামিদী
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী কুরআন শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, কুরআন-হাদীস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে জ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিক্ষাজীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের কুরআন, ইসলাম ও নীতি-নৈতিকতার শিক্ষা দিলে সর্বস্তরের জনগণের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। তখন সমাজ ও রাষ্ট্র থেকে চুরি- ডাকাতি, ঘুষ-দুর্নীতি, গুম-খুন, জুলুম-অত্যাচার, ধর্ষণ, ছিনতাই ও মাদকসহ সকল অনৈতিক কার্যকলাপ দূর হবে। তিনি বলেন, কুরআন তিলওয়াত ও ধর্মীয় শিক্ষার অভাবে মানুষ নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। বিশেষ করে ধর্মীয় জ্ঞান না থাকায় তরুণ প্রজন্ম বেপরোয়া হয়ে উঠছে। অনৈতিক কার্যকলাপ থেকে আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে শিক্ষার সর্বস্তরে কুরআন-হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পবিত্র হাদীসে এসেছে ‘যারা কোরআন শরীফ শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি’। তাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হতে পারে না।
গতকাল ১২ নভেম্বর রবিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল রিয়াজুল জান্নাহ ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের হেফজ সবক শেষ উপলক্ষ্যে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিলেটের সহকারী কর কমিশনার নিয়ামতুল্লাহ সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জহির উদ্দিন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন সরকার, হাফেজ আলমগীর হামিদী, হাফেজ মাওলানা ওলিউল্লাহ সরকার, সাংবাদিক মুজিবুর রহমান খান, ফরহাদুল ইসলাম পারভেজ ও আজিজুর রহমান পায়েল, মো: মনির হোসেন ও মাওলানা ইমরান মাজহারী প্রমুখ। পরে দোয়া হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান হামিদী।