খরচ কমাতে নিম্নমানের ডিজেল কেনার সিদ্ধান্ত বিপিসির

চলমান অর্থনৈতিক সংকটে খরচ কমাতে উচ্চ সালফারযুক্ত নিম্নমানের ডিজেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জ্বালানি তেল আমদানির লক্ষ্যে সালফারের মানমাত্রা শিথিলেরও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ফলে মোট চাহিদার প্রায় ২০ শতাংশ পর্যন্ত উচ্চ সালফারযুক্ত ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।বিপিসি আশা করছে, এই জ্বালানি আমদানির ফলে বছরে ৬০০ কোটি টাকা সাশ্রয় হবে। তবে উদ্বেগের কথা বলছেন পরিবেশবিদরা। তারা বলছেন, উচ্চ সালফারযুক্ত নিম্নমানের ডিজেলের কারণে পরিবেশ দূষণ বাড়বে। সাথে সাথে বাড়বে স্বাস্থ্যঝুঁকিও।

দেশের একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বেশি সালফারযুক্ত এই নিম্ন গ্রেডের ডিজেলের দাম কম। তাই অর্থ বাঁচাতে এই ডিজেল কিনতে চায় বিপিসি। বিপিসি এ আবদার রক্ষা করতে বিএসটিআইয়ের নির্ধারিত সালফার মাত্রা শিথিলের বিষয়ে বৃহস্পতিবার শিল্পমন্ত্রণালয়ে একটি বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। বৈঠকে ৩৫০ পিপিএম সালফারযুক্ত ডিজেল আনার মৌখিক অনুমোদন পায় বিপিসি।