রাজধানীর খিলগাঁওয়ে পিকআপ ভ্যানের চাপায় মিরাজুল ইসলাম রাতুল (২৬) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মেরাদিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
পথচারীরা আহত মিরাজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরাজুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারীদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, মেরাদিয়া বাজার এলাকায় একটি পিকআপ ভ্যান মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। এতে চালক মিরাজুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। পিকআপের চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মিরাজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, দুর্ঘটনার বিষয়টি খিলগাঁও থানার পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে।