খুলনায় বিপুল পরিমাণ জাল টাকাসহ চক্রের দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- রুবেল বিশ্বাস (৩০) ও মোঃ আকাশ বিশ্বাস (২২)। তাদের বাড়ি যশোরের নওয়াপাড়া এলাকায়।
তাদের কাছ থেকে এক হাজার টাকার নকল নোট ৫৩টি ও পাঁচশত টাকার নকল নোট ২২৬টি মোট এক লক্ষ ছেষট্টি হাজার জাল টাকা উদ্ধার করা হয়। রোববার (২৮ এপ্রিল) এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অঞ্চলে জালনোট ছড়িয়ে দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে নগরীর শহীদ হাদিস পার্ক এলাকা থেকে জালনোটসহ গ্রেপ্তার করা হয়। এই চক্রের সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।