গণঅভ্যুত্থান ও বিজয়ের মাস জুলাই-আগস্ট উপলক্ষে ছাত্র জমিয়তের দেশব্যাপী কর্মসূচি ঘোষণা

২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে। ঐতিহাসিক এই প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান ও বিজয়ের মাস হিসেবে চিহ্নিত জুলাই ও আগস্ট মাসজুড়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

দফতর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি জেলা, মহানগর, থানা ও ক্যাম্পাস শাখায় নিম্নোক্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হবে:

১. শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল: জুলাই ও আগস্ট দুই মাসব্যাপী ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দেশের সকল শাখায় দোয়া মাহফিল এবং “আগামী বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।

২. কবর জিয়ারত ও শহীদ পরিবার পরিদর্শন: গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত এবং তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

৩. ক্যাম্পাসভিত্তিক দেয়ালিকা ও আলোচনা: দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস শাখায় “গণঅভ্যুত্থানে ছাত্র জমিয়তের ভূমিকা” শীর্ষক দেয়ালিকা প্রকাশ এবং “আলেম সমাজের ভূমিকা” শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অথবা আলোচনা সভার আয়োজন করা হবে।

৪. স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে পদযাত্রা: আগস্ট মাসব্যাপী দেশের সকল জেলা ও মহানগর শাখার উদ্যোগে স্বৈরতন্ত্র ও বৈষম্যের বিরুদ্ধে পদযাত্রা এবং ফ্যাসিবাদমুক্ত বিজয়ের মাস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হবে।

৫. মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি দাবী: গণঅভ্যুত্থানে সকল শ্রেণির শিক্ষার্থীর পাশাপাশি মাদরাসা শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকার স্বীকৃতি দাবিতে কেন্দ্রীয় ছাত্র জমিয়তের উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ মনে করে, ২৪-এর গণঅভ্যুত্থান ছিল ছাত্রসমাজের ঐক্য, আত্মত্যাগ ও গণতন্ত্রপ্রেমের প্রতিচ্ছবি। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত করা এবং একটি বৈষম্যহীন, স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে ছাত্রসমাজের করণীয় তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *