খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বৃহস্পতিবার (২ মার্চ) বিকেল ৩টায় খুলনা বিএমএ ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংগঠনের খুলনা জেলা সভাপতি ডা. বাহারুল ইসলাম।
তিনি বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তার ও দুই চিকিৎসকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না হাওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।
আগামী শনিবার (৪ মার্চ) শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। একই দিন সন্ধ্যা ৭টায় খুলনা বিএমএ ভবনে কার্যনির্বাহী কমিটির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ঐ সভায় পরবর্তী করণীয় ঠিক করা হবে।
ডা. বাহারুল ইসলামবলেন, আমরা শুধু কর্মস্থলের নিরাপত্তাটুকু চেয়েছি। আজকের দীর্ঘ প্রায় চার ঘণ্টার বৈঠকে চিকিৎসকরা শনিবার সাধারণ সভা ডেকেছেন। সেখানে চিকিৎসকদের গণপদত্যাগের একটি সিদ্ধান্ত চলে আসতে পারে। কারণ আমি পদে থেকে আর কতদিন নিবৃত থাকব।
এ সময় বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।