গরু সুরক্ষার নামে ভারতে আবারও বর্বর নির্যাতন, নিহত ২

অনলাইন ডেস্ক:

গরু সুরক্ষার অজুহাতে ভারতে আবারও বর্বর নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হলো দুই যুবক। স্বজনদের মামলায় ৯ আসামির একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার এজহারে বলা হয়, রাজস্থানের ভারতপুরের জুনায়েদ ও নাসিরকে গত ১৫ ফেব্রুয়ারি অপহরণ করে গো-রক্ষকেরা। দুই দিন পর হরিয়ানার ভিওয়ানিতে গাড়িসহ পুড়িয়ে দেওয়া দেহাবশেষ দু’টি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় রিঙ্কুকে। যে অপহরণে ব্যবহৃত গাড়ির চালক ছিলেন।
 
রাজস্থান পুলিশ জানায়, গো-রক্ষকরা কট্টর ডানপন্হী-বজরং দলের সদস্য। দুই যুবকের বিরুদ্ধে গরু চোরাকারবারির অভিযোগ তুলে থানায় নিয়ে আটকের আবেদন জানানো হয়। পুলিশ রাজি না হলে গো-রক্ষকদের আরও দু’টি দল জুনায়েদ ও নাসিরকে গাড়িতে তুলে ঘটনাস্থল ছাড়ে। এরপর ২০০ কিলোমিটার ঘুরে প্রায় ২০ ঘণ্টা নির্যাতন চালিয়ে তাদের হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে পেট্রোল ঢেলে গাড়িসহ জ্বালিয়ে দেওয়া হয়।