গাজায় অসহায় নারী, শিশু হত্যা বন্ধ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজা উপত্যকায় প্রতিরক্ষাহীন নারী ও শিশুদের হত্যা বন্ধ করার জন্য বিশ্বের সমস্ত দেশ এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত। ৩১ ডিসেম্বর, রোববার নতুন বছরের প্রাক্কালে দেওয়া এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেছেন তিনি।

বিদায়ী বছরের শেষ দিনে দেওয়া ভিডিও বার্তায় এরদোয়ান বলেছেন, ‘গাজায় নিরীহ শিশু ও নারীদের হত্যার বিরুদ্ধে সব দেশ, প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। আমরা মানবতার জন্য একটি ভালো ভবিষ্যতের আশা রাখি। তথাকথিত গণতান্ত্রিক, স্বাধীনতাকামী দেশগুলোকে রক্তাক্ত সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ করতে হবে।’

এছাড়া রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং জাতীয় সম্পদ নষ্ট করে এমন সংঘাতের অবসান ঘটাতে আন্তরিকভাবে চেষ্টা করা উচিত।’

এদিকে এরদোয়ান ২০২৪ সালে তুরস্ক কী কী লক্ষ্য অর্জন করতে চায় সে বিষয়েও আলোকপাত করেছেন। তিনি বলেছেন, ‘২০২৩ সালে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি তা ২০২৪ সালে বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা আবারও উৎপাদন, কর্মসংস্থান বৃদ্ধি এবং উন্নয়নের মাধ্যমে আমাদের তুরস্ককে উন্নত দেশে পরিণত করবো।’

উল্লেখ্য, ৭ অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অব্যাহত বিমান হামলা এবং স্থল অভিযানের ফলে অবরুদ্ধ এই উপত্যকায় এ পর্যন্ত ২১ হাজার ৫০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি