দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিশ্বজুড়ে মুসলিমরা ঈদ উদযাপনে মেতেছেন। সেদিনও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। ঈদের দিনে চালানো এ হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫৬ জন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঈদের দিনও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২৫৬ জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে পৌঁছেছে। এ ছাড়া যুদ্ধে মোট আহত হয়েছেন ৭৬ হাজার ৪৯ জন।
এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়াতে ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং ফ্রান্স। তারা জানিয়েছে, গাজাবাসীর জন্য সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।
গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলা থেকে স্কুল, শরণার্থী ক্যাম্প, মসজিদসহ কোনো স্থাপনাই রেহায় পায়নি। এ ছাড়া ইসরায়েলি সেনাদের তাণ্ডবের ফলে উপত্যকার প্রায় ২০ লাখের বেশি মানুষ বাড়িছাড়া হয়েছেন। বর্তমানে পুরো উপত্যকা বসতির জনপদে পরিণত হয়েছে।