গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল: ইব্রাহিম রাইসি

গাজায় যা হচ্ছে, তা ‘গণহত্যা’ ও মানবতা বিরোধী অপরাধ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আবারও এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। খবর আল জাজিরার।

এসময় দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কথা হয় দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের বিষয়ে। বৈঠকের এজেন্ডায় ছিলো তেল বাজারও।

সম্প্রতি ইরানসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে রাশিয়া। তারই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরের একদিন পরই পুতিন আতিথেয়তা দিলেন ইরানের প্রেসিডেন্টকে।

কয়েকদিন আগেই পশ্চিমা নিষেধাজ্ঞা বন্ধে একজোট হয়ে কাজ করতে চুক্তিতে সই করেছিলেন ইরান ও রাশিয়ার পররাষ্টমন্ত্রী। দু’দেশের এমন ঘনিষ্ঠ সম্পর্কে অবশ্য উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।