
ফিলিস্তিনের গাজায় গত নয়মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৩৮ হাজার ছাড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিকেলে হতাহতের এই হালনাগাদ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল পাঁচটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৭৯ জন।
সর্বশেষ আজ ভোরে দক্ষিণের শহর খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে একটি পাঁচতলা ভবনে ইসরায়েলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজা উপত্যকাজুড়ে গত বছরের ৭ অক্টোবর থেকে নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করার জন্যই এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
তথ্যমতে, ৭ অক্টোবর থেকে ৪ জুলাই পর্যন্ত প্রায় ৯ মাসে ৩৮ হাজার ১১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন ৮৭ হাজার ৪৪৫ জন। হতাহতদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা শেয়ার করেছে হামাস। সংগঠনটি বলছে, তারা সম্ভাব্য যুদ্ধবিরতি এবং গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্তির জন্য একটি চুক্তি সম্পর্কে কাতারের মধ্যস্থতাকারীদের তাদের সর্বশেষ পরিকল্পনা জানিয়েছে।
এদিকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল হামাসের যুদ্ধবিরতির প্রস্তাবটি খতিয়ে দেখছে। এর উত্তর মধ্যস্থতাকারীদের জানিয়ে দেওয়া হবে।
দুই পক্ষের এমন যুদ্ধবিরতির প্রচেষ্টার মধ্যেই ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে বিমান হামলার পাশাপাশি স্থল হামলা চালিয়ে যাচ্ছে।