গাজায় ফ্রেন্ডলি ফায়ারেই আহত ৫৪০ ইসরায়েলি সেনা!

চার মাস ধরে গাজাসহ ফিলিস্তিনের বিভিন্ন স্থানে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ সময়ে গাজার বিভিন্ন স্থানে হামাসের প্রতিরোধের মুখে পড়ে তাদের সেনা হতাহত হয়েছে। তবে নিজেদের হামলাতেও বেশকিছু ইসরায়েলি সেনা আহত হয়েছে। এ সংখ্যাটিও প্রায় পাঁচ শতাধিক। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আনাদোলু।

সামরিক পরিসংখ্যান উদ্ধৃত করে ইসরায়েলি চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে হামাসের হামলাসহ বিভিন্ন কারণে এক হাজার ৩০০ সৈন্য আহত হয়েছে, যার মধ্যে ৫৪০ জন আহত হয়েছে অপারেশনাল দুর্ঘটনা তথা ফ্রেন্ডলি ফায়ারে।

আরও বলা হয়, ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে চলমান সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর ৫৬২ সদস্য নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও দুই হাজার ৮২০ জন। এছাড়া ইসরায়েলে হামাসের ঝটিকা হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছিল।

এদিকে গাজায় চার মাসের ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইসরায়েলের বিমান ও স্থল হামলায় ২৭ হাজার ৩৬৫ ফিলিস্তিনি নিহত এবং ৬৬ হাজার ৬৩০ জন আহত হওয়ার খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে, ইসরায়েলি হামলায় গাজার ৮৫ শতাংশ নাগরিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার ৬০ শতাংশ অবকাঠানো চরমভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া গাজায় খাদ্য, পানি, জ্বালানি ইত্যাদির প্রবেশ বন্ধ করে দেওয়ায় গাজার লোকজন মানবেতর জীবন যাপন করছে। ইসরায়েলের সম্মতিতে ছাড় পাওয়া আন্তর্জাতিক সাহায্য তাদের প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। ফলে পুরো গাজাজুড়ে চলছে দুর্ভিক্ষ। মানুষের হাহাকারে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠছে।