গাজায় ২৪ ঘণ্টায় নিহত ২৪১

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।

গাজায় পরিচালিত ইসরায়েলি হামলাকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গুরুতর অপরাধ বলে চিহ্নিত করেছেন।

গাজায় ইসরায়েলি হামলা আরও অনেক মাস ধরে চলবে বলে জানিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি।

গাজায় এক রাতের ব্যবধানে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বুধবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিস্ফোরনের শব্দ শোনা গেছে।

গাজায় গত এক রাতে ৩৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১১ সপ্তাহের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২০ হাজার ৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।