গাজায় ৩৮ হাজার শিশু এতিম

গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে ৩৮ হাজারেরও বেশি শিশু এতিম হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাহের আল ওয়াহিদি তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াহিদি জানান, যুদ্ধে কমপক্ষে ১৩ হাজার ৯০১ জন নারী বিধবা হয়েছেন। এতিম শিশুদের মধ্যে ৩২ হাজার ১৫১ জন বাবা এবং ৪ হাজার ৪১৭ জন মা হারিয়েছে। এছাড়াও ১ হাজার ৯১৮ জন শিশু তাদের বাবা-মা উভয়কেই হারিয়েছে।

“এই সংখ্যাগুলো গাজার জনগণের যন্ত্রণার মাত্রা প্রতিফলিত করে। এতিম শিশু এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুঃখকষ্ট লাঘব এবং তাদের জীবন পুনর্গঠনে জরুরি ভিত্তিতে কাজ করতে হবে,” বলেন তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১১ হাজার ১৬০ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১১ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও, চুক্তির অন্যান্য ধাপ, যেমন বন্দি বিনিময়, স্থায়ী শান্তি, এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এখনও বাস্তবায়িত হয়নি।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গত নভেম্বর মাসে।

এছাড়া, গাজায় গণহত্যার অভিযোগে ২০২৩ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *