গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এখন পর্যন্ত ৯৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় নিহত হওয়া সর্বশেষ সাংবাদিক হলেন আদেল জোরোব। দক্ষিণাঞ্চলীয় গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল।
গাজার কোনো স্থানই ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রক্ষা পায়নি। সেখানকার স্কুল, কলেজ এমনকি হাসপাতাল ও মসজিদেও হামলা চালানো হয়েছে।
এদিকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হামাস নিয়ন্ত্রিত গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে নিহত ফিলিস্তিনি সাংবাদিকদের সংখ্যা ৯৭ জনে দাঁড়িয়েছে।