গাজার তুলনায় ইউক্রেনের সংঘাত কিছুই নয়: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গাজা উপত্যকায় যা ঘটছে তার তুলনায় ইউক্রেনের সংঘাত কিছুই নয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি হামলার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে অবরুদ্ধ এই ছিটমহলটি। ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার বছর শেষের একটি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি।

রাজধানী মস্কোতে অনুষ্ঠিত বার্ষিক ওই সংবাদ সম্মেলনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে পুতিন বলেছেন, ‘আমরা শুধু এমন সব পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম যা ইউক্রেনীয় সংকটের সঙ্গে সম্পর্কিত। কিন্তু আপনি, এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্বের মানুষ দেখছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান এবং গাজার যুদ্ধ। এই দুটি সংঘাতের সঙ্গে তুলনা করুন এবং পার্থক্য অনুভব করুন। গাজায় যা ঘটছে তার তুলনায় ইউক্রেনে এ রকম কিছুই হচ্ছে না।’

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘গাজা উপত্যকায় ইসরায়েল ১৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এটি একটি বিপর্যয়।’ তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একটি মন্তব্য তুলে ধরেন। গুতেরেস বলেছিলেন, অবরুদ্ধ এই ছিটমহলটি বিশ্বের শিশুদের জন্য বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে।

এদিকে গাজার সমস্যা সমাধানে অব্যাহত চেষ্টার জন্য পুতিন তার তুর্কি প্রতিপক্ষ এরদোয়ানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ‘অবশ্যই এরদোয়ান আন্তর্জাতিক সম্প্রদায়ের একজন নেতা যিনি এই ট্র্যাজেডির দিকে মনোযোগ দিয়েছেন। তিনি দীর্ঘমেয়াদি শান্তির জন্য যা করার দরকার, তা নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন।’

তিনি যোগ করেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী মীমাংসার জন্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে। আর জাতিসংঘের তত্ত্বাবধানেই এটির বাস্তবায়ন করতে হবে।

পুতিন জানিয়েছেন, তিনি আগামী বছরের শুরুতে এরদোয়ানের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন, ‘আমরা ইতোমধ্যেই প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে যোগাযোগ করেছি। আমি মনে করি আমরা অবশেষে পরস্পরের সঙ্গে দেখা করতে পারব।’

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার কারণে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়। দুই মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এ পর্যন্ত ১৮ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু এবং নারী ছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি