গাজায় চার দিনের যুদ্ধবিরতি: ইসরায়েল ১৫০ ও হামাস ৫০ জিম্মির মুক্তি দেবে

ফিলিস্তিনের গাজায় দেড় মাসের বেশি সময় ধরে চলা হামলায় একটি বিরতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা চার দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদন করেছে। বিনিময়ে ৫০ জন জিম্মির মুক্তি দেবে হামাস।

বুধবার (২১ নভেম্বর) ইসরায়েলের মন্ত্রিসভা এই সমঝোতা প্রস্তাব অনুমোদন করেছে। সমঝোতা অনুযায়ী, ইসরায়েল চারদিন গাজায় কোনো আক্রমণ চালাবে না। হামাস ৫০ জন নারী ও শিশু বন্দিকে মুক্তি দেবে। গাজায় ওষুধ-সহ অন্য ত্রাণসামগ্রী যেতে দেওয়া হবে।

হামাস জানিয়েছে, এর বিনিময়ে ইসরায়েল তাদের জেলে বন্দি ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে।

ইসরায়েল বলেছে, এরপর হামাস যদি ১০ জন করে বন্দিকে মুক্তি দেয়, তাহলে যুদ্ধবিরতি একদিন করে বাড়ানো হবে। তবে ঠিক কবে জিম্মিদের মুক্তি দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো যায়নি।