গাজা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে ভারী মূল্য দিতে হচ্ছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা যুদ্ধে দেশটির সেনাবাহিনীকে খুব ভারী মূল্য দিতে হচ্ছে। ২৪ ডিসেম্বর, রোববার মন্ত্রিসভার বৈঠকে এই মন্তব্য করেছেন তিনি। তা সত্ত্বেও এই যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ২২ ডিসেম্বর, শুক্রবার এবং ২৩ ডিসেম্বর, শনিবার মধ্য ও দক্ষিণ গাজার যুদ্ধে ১৪ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এরপর তেল আবিবে মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেছেন, ‘গাজায় যুদ্ধের একটি অত্যন্ত কঠিন দিনের পর এটি একটি কঠিন সকাল। এই যুদ্ধ আমাদের থেকে খুব ভারী মূল্য আদায় করছে; তবে এটি চালিয়ে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’

তিনি যোগ করেছেন,’আমরা শেষ পর্যন্ত এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করে যাব। হামাসের ধ্বংস, আমাদের জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা যে আর কখনও ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠবে না তা নিশ্চিত করা পর্যন্ত আমরা পূর্ণ শক্তির সঙ্গে লড়াই চালিয়ে যাব। যতদিন না আমরা আমাদের সমস্ত লক্ষ্য অর্জন করতে পারব, ততদিন ধরে এই যুদ্ধ চলবে।’

সামরিক পরিসংখ্যান অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর দিন থেকে এ পর্যন্ত ৪৮৬ ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আড়াই মাস ধরে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে কমপক্ষে ২০ হাজার ৪২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া ৫৪ হাজার ৩৬ জন আহত হয়েছে। অপরদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি