গাজীপুরে যাত্রীবাহী তিস্তা ট্রেনের সঙ্গে একটি তেলবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। লাইনচ্যুত হয়েছে ৫টি বগি। শুক্রবার (৩ মে) বেলা ১১টার দিকে জয়দেবপুর স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে ওই রুটে টেন চলাচল বন্ধ রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা দিয়েছে।
জয়দেবপুর স্টেশন মাস্টার হানিফ মিয়া সংবাদ মাধ্যমকে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।