গাজীপুরের শ্রীপুরে টহল ডিউটির সময় পুলিশের উপর ডাকাত দলের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে মাওনা ইউনিয়নের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙা গ্রামের হাসিখালি ব্রিজে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গভীর রাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করছিলো ডাকাত দল।
খবর পেয়ে সেখানে যায় টহল পুলিশ, তাদের ওপর হামলা চালায় ডাকাতরা। তখন রামদার কোপে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। পরবর্তীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় চলন্ত গাড়ির চাপায় পা বিচ্ছিন্ন হয় ডাকাত দলের এক সদস্যের।
আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মো. রুহুল আমিন (২৫) ও মো. সেলিম (৩৫)। তাঁরা দুজনই শ্রীপুর থানায় কর্মরত।
পা বিচ্ছিন্ন ব্যক্তি হলেন- শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুবেল মিয়া। তিনি আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
শ্রীপুর থানার উপপরিদর্শক এনায়েত কবির বলেন, সহকারী উপপরিদর্শক আলিমের নেতৃত্বে মাওনা ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন চার পুলিশ সদস্য। রাত আনুমানিক আড়াইটার দিকে গোপন সংবাদে জানতে পারেন হাসিখালি ব্রিজে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করা হচ্ছে। পুলিশ সদস্যরা সেখানে পৌঁছালে ডাকাতরা রামদা দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে কনস্টেবল রুহুল আমিন ও সেলিমকে গুরুতর আহত করে। আহতদের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।