কক্সবাজারের চকরিয়ায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় আরএফএল ডিপোর সামনে চট্টগ্রামমুখী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে পড়ে যায় এবং ১০ থেকে ১২ যাত্রী চাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনসহ মোট তিনজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হয়েছে।
আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে এবং দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে বলেও তিনি জানান।