চট্টগ্রামে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

চট্টগ্রামের পটিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোস্তফা সিটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সাহায্যের জন্য ছুটে আসে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে এক শিশুসহ দুইজনের মৃতদেহ উদ্ধার করে। আরও তিনজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠালে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান সিএনজি অটোরিক্সা বোয়ালখালী থেকে পটিয়ায় আসার পথে কালুঘাটগামী পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।