চট্টগ্রামে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন দুটি কারখানার শতশত শ্রমিক। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল থেকে এ দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

মঙ্গলবার চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) প্যাসিফিক জিন্স লিমিটেড এবং জে জে মিলস প্রাইভেট লিমিটেড নামে দুটি কারখানার শ্রমিকরা শুরু করেন এ বিক্ষোভ কর্মসূচি।

শ্রমিকরা বলেন, যারা নতুন, তাদের বেতন বাড়িয়েছে ৪ হাজার ৫০০ টাকা। কিন্তু পুরাতন শ্রমিকদের বেতন বাড়িয়েছে ৩ হাজার টাকা। কারো কারো ক্ষেত্রে বেতন বেড়েছে ৫০০-১ হাজার টাকা। এ ধরনের বৈষম্য তারা মানবেন না বলে জানিয়েছেন। দাবি না মানলে কাজ বন্ধ রাখারও ঘোষণা দিয়েছে শ্রমিকরা।