চমেক থেকে নিখোঁজ নবজাতক ফেনীতে উদ্ধার, আটক ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) থেকে চুরি যাওয়া পাঁচ দিন বয়সী এক শিশুকে ফেনী থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে  আটক করা হয়েছে। বুধবার ( ২০ ডিসেম্বর) ভোরে ফেনীর পরশুরাম থেকে চুরি হওয়া বাচ্চাকে উদ্ধার করা হয়।  বাচ্চা চুরির ঘটনায়  আটক ব্যক্তিদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, গতকাল ৩২ নাম্বার ওয়ার্ড থেকে একটি বাচ্চা চুরি হয়ে যায়। বাচ্চাটি চুরি যাওয়ার পর সিসিটিভি ফুটেজ চেক করা হয়। তেমন কিছু পাওয়া যায়নি। পরে ওয়ার্ডে বাচ্চা নিয়ে বের হওয়া কাগজপত্র চেক করা হয়। অতিরিক্ত একজন বাচ্চা নিয়ে বের হওয়ার প্রমাণ মেলে। তার দেওয়া মোবাইল নাম্বার ট্রেকিং করে ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে পরিচয় এখনো পায় নি।

চুরি হওয়া শিশুটির বাবা আবু মো. নোমান বলেন, আমরা বাচ্চাকে পেয়েছি। পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের বাচ্চাকে একজন মহিলা চুরি করেছিলো। বর্তমানে তাকে পাঁচলাইশ থানায় নেওয়া হয়েছে।

এদিকে পাঁচলাইশ থানায় আটককৃতের পরিচয় জানতে চাইলে কোনো তথ্য পাওয়া যায়নি।