চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি।  শনিবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ মো. শহিদুল ইসলাম (২২) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, স্বজনদের সহযোগিতায় উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে তাকে মেডিকেলের ২নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল গোলাম কিবরিয়া।তিনি জানান, আজমতপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকজন চোরাকারবারি ভারতে ফেন্সিডিল আনতে যায়। এসময় ভারতীয় বাহিনী বিএসএফ তাদের দিকে গুলি ছুড়লে শহিদুল ইসলাম নামের একজন গুলিবৃদ্ধ হয়। সীমান্তের মেইন পিলার ১৮২ হতে ১৩০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে।আর বাকিরা পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *