
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী লাবনী খাতুন ও আট বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে শ্বাসরোধে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যার সঙ্গে সরাসরি জড়িত সাদ্দাম ও তার ভাই হোসেন আলীসহ তিনজনকে আটকও করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সন্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, টাকা ও স্বর্ণালঙ্কারের লোভে গত ২৫ জানুয়ারি রাতের কোনো এক সময় লাবনী খাতুন ও তার শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে আটককৃতরা।
এ ঘটনায় নিহত লাবনী খাতুনের ভাই শাহাদৎ হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
ঘটনার পর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গোপালগঞ্জ জেলা থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণ ও রুপার গহনা উদ্ধার করা হয়।