চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং

আল জাজিরার এক সূত্রে জানাযায় গতকাল সকালে দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরে প্রধানমন্ত্রী হিসেবে লি কে বেছে নিয়েছেন শি জিনপিং।

২ হাজার ৯০০ ভোট পেয়ে প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেসে এর আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন লি কেকিয়াং। রাষ্ট্রীয় পদমর্যাদার দিক থেকে দেশটিতে প্রধানমন্ত্রীর অবস্থান দ্বিতীয়। চীনের পূর্বাঞ্চলীয় জেজিয়াং প্রদেশে কমিউনিস্ট পার্টির মহাসচিব ছিলেন শি জিনপিং।

এ সময়েই ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত তার চিফ অব স্টাফ ছিলেন লি কিয়াং। এভাবেই প্রেসিডেন্ট শি এর সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা হয় তার। এর পরে সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন লি। 

মহামারির পরে ধীরগতিতে চলতে থাকা চীনের অর্থনীতির চাকা আবার সচল করার দায়িত্ব এখন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর ওপর।

এছাড়া রপ্তানিতে বৈশ্বিক চাহিদা হ্রাস, চীনা পণ্যে বাড়তে থাকা মার্কিন শুল্ক ইত্যাদি সমস্যাও মোকাবিলা করতে হবে তাকে।