আন্তর্জাতিক ডেস্ক:
এবার চীন-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৩।
২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। চীনের রাষ্ট্রীয় টিভি সিসিটিভির বরাততে এ খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (০৬ মাইল)। ভূমিকম্প সাড়ে ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল।
চীনের শিনজিয়াং অঞ্চলের শহর কাশগর ও আর্তুক্সে প্রবলভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ওই অঞ্চলটিতে জনবসতি খুবই কম।